প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিভিন্ন খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন নারীর হাতে সদ্য প্রবর্তিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব পুরস্কার তুলে দেন। প্রাপকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগম (মরণোত্তর) স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিভাগে; শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় টাঙ্গাইলের জয়া পাটি (মরণোত্তর); কৃষি ও পল্লী উন্নয়নে পাবনার নুরুন্নাহার বেগম; রাজনীতিতে কুমিল্লার অধ্যক্ষ জোবেদা খাতুন পারুলের মুক্তিযোদ্ধা; এবং গবেষণায় নেত্রকোনার নাদিরা জাহান (সুরমা জাহিদ)। মহিলা ও শিশু মন্ত্রণালয়ের মতে, ক্যাটাগরির মহিলাদের জন্য এই পুরস্কারকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলা, সামাজিক সেবা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, গবেষণা, এবং কৃষি ও গ্রামীণ উন্নয়ন – এই পাঁচটি বাংলাদেশী মহিলাকে বিভিন্ন বিভাগে স্বীকৃতি দেওয়ার জন্য সরকার এই পুরস্কার চালু করেছে।
প্রতিটি পুরস্কারপ্রাপ্ত ৪০ গ্রাম ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি একটি পদক, পদকের একটি প্রতিরূপ, ৪ লক্ষ টাকার চেক এবং সম্মানের সনদ পান। প্রধানমন্ত্রীর মা এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম ফজিলাতুন নেছা,১৫ আগস্ট কিছু সেনা সদস্যের নির্মম হামলায় বঙ্গবন্ধু এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শহীদ হন। তিনি টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধুর পাশাপাশি স্বাধীন বাংলাদেশের জন্য সংগ্রাম করে। প্রধানমন্ত্রীর পক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিজয়ীদের পক্ষে, কুমিল্লার মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল অনুষ্ঠানে তার অনুভূতি ব্যক্ত করেন।
Leave a Reply