চট্টগ্রামের পটিয়া উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে শোভনদণ্ডী ইউনিয়নে সভাপতিকে ইটের টুকরো ছুঁড়ে আহত করার ঘটনা ঘটেছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ খোকনকে পটিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার রাত সোয়া ৯টার দিকে শোভনদণ্ডী ইউনিয়নের কালিয়াইশ স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
শোভনদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সম্মেলনের কাউন্সিল অধিবেশনে কাউন্সিলর তালিকা নিয়ে মতবিরোধের মধ্যেই এক যুবক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ খোকনকে লক্ষ্য করে ইটের টুকরো ছুঁড়ে মারে। ওই টুকরো তার মাথায় লেগে তিনি গুরুতর আহত হন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। পরে লোকজন উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিলে ডাক্তাররা রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার পরপর দায়ী যুবককে লোকজন আটক করে।
ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুল্লাহ জানান, গত তিন দিন ধরে কঠোর পরিশ্রম করে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করা হয়। সুন্দরভাবে প্রথম অধিবেশন সম্পন্ন করা হয়। দ্বিতীয় অধিবেশনে পাতানো কাউন্সিলর তালিকা নিয়ে কারো কারো আপত্তি উঠে। ওই কাউন্সিলর তালিকায় বিএনপির লোকজন ও একই পরিবারের একাধিক সদস্যের নামও ছিল। এ কারণে তিনিসহ অনেকে দ্বিতীয় কাউন্সিল অধিবেশন সম্পন্ন না করেই চলে যান। পরে জানতে পারেন এক যুবক কাউন্সিল অধিবেশনে ইটের টুকরো ছুঁড়ে সভাপতিকে আহত করেছে। লোকজন ওই যুবককে আটক করেছে। তার নাম জানা না গেলেও তার বাড়ি অন্য ইউনিয়নে তথান কচুয়াই বলে জানা গেছে।
উপজেলা আওয়ামী লীগ নেতা আলমগীর খালেদ জানান, আটক যুবকের পরিচয় পাওয়া যায়নি। আওয়ামী লীগের অধিবেশনে তিনি কেন এসেছেন এবং কি কারণে ইটের টুকরো ছুঁড়েছেন তাও এখনো জানা যায়নি।
শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এহসান জানান, কাউন্সিলর তালিকায় বিএনপির লোকজনের নাম থাকায় ওই ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।
পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়। ঘটনায় দায়ী ও জনতার হাতে যুবক আটকের কথা শুনেছেন। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
Great)