‘যেকোনো মূল্যে খোকনকে জয় করাতে হবে’

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেছেন, আমরা ঐক্যবদ্ধভাবে যেকোনো মূল্যে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতকে জয়ী করব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার কোনো বিকল্প নাই। তাই আগামী ১২ জুন নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতকে জয়যুক্ত করাতে হবে।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহকে (খোকন সেরনিয়াবাত) বিজয়ী করার লক্ষ্যে শুক্রবার বিকাল ৪টার দিকে গৌরনদীতে জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে গৌরনদী পৌরসভা মাঠে বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন- সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, সংসদ সদস্য মো. শাহেআলম, রুবিনা আক্তার মিরা, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

Great)

About admin

Check Also

নতুন সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা, দেশদ্রোহের মামলার হুমকি

ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে বিতর্ক চলছিলই। তার মধ্যেই সংসদ ভবনকে কফিনের সাথে তুলনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *