নির্বাচন পরবর্তী সহিংসতায় টঙ্গীতে আহত ১৫

গাজীপুরের টঙ্গী ৫৩নং ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বড় দেওড়া আদর্শপাড়া পুরাতন মসজিদ এলাকায়। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় হেলাল উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানায়, সদ্য নির্বাচিত ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর সোলেমান হায়দারের সমর্থকরা শুক্রবার সন্ধ্যায় বড় দেওড়া আদর্শপাড়া এলাকায় গেলে অপর কাউন্সিলর প্রার্থী সেলিম হোসেনের সমর্থক আলমাসের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ সময় সোলেমান হায়দারের লোকজন আলমাসকে মারধর করেন।

খবর পেয়ে সেলিম হোসেনের অপর সমর্থকরা এগিয়ে এলে তাদেরকেও পিটুনি দেয়া হয়। এক পর্যায়ে খবর পেয়ে সেলিম হোসেন ও তার সমর্থক মামুন, হারুন ও মানিকসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই এলাকার পুরাতন মসজিদের সামনে সোলেমান হায়দারের সমর্থকদের উপর পাল্টা হামলা চালায়। এসময় তাদের এলোপাথাড়ি পিটুনিতে সাদিম, আদিম, ঝলক, বিজয় ও আরিফ আহত হন।

এ খবর বড় দেওড়া এলাকায় পৌঁছলে সোলেমান হায়দারের সমর্থকরা উত্তেজিত হয়ে লাঠিসোটা নিয়ে রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী-ভাদাম রোডে এবং পরাজিত কাউন্সিলর প্রার্থী সেলিম হোসেনের লোকজন পার্শ্ববর্তী কাঠালদিয়া এলাকায় মারমুখী অবস্থান নেয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এ ব্যাপারে রাত সোয়া ১২টায় যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহআলম বলেন, আমরা বড় দেওড়া এলাকায় অবস্থান করছি। দুপক্ষকেই বুঝিয়ে যার যার বাসায় পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

amazing)

About admin

Check Also

‘দেশে ৬১ লাখ আনসার সদস্য আইনশৃঙ্খলা রক্ষাসহ উন্নয়নমূলক কাজে নিয়োজিত’

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান বলেছেন, দেশব্যাপী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *