ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ইয়াবা বড়ি ও হেরোইনসহ সোভন চন্দ্র মনিদাস (৩২) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রাম থেকে সোভন চন্দ্র মনিদাসকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোভন চন্দ্র মনিদাস ধামরাইয়ের রামরাবন গ্রামের সুকুমার চন্দ্র মনিদাসের ছেলে।
কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের এসআই নিউটন মৃধা বলেন, শুক্রবার রামরাবন এলাকায় অভিযান চালিয়ে সোভন চন্দ্র মনিদাসকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
awesome)