কেসিসি নির্বাচন: দুই কাউন্সিলর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে দুইজন কাউন্সিলরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন কমিশন এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন। কাউন্সিলররা হলেন- ১৩নং ওয়ার্ডে এসএম খুরশিদ আহম্মেদ এবং ২৪নং ওয়ার্ডে জেডএ মাহমুদ।

কেসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ২১ অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ১৩নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে এসএম খুরশিদ আহম্মেদ ওরফে টোনা একক প্রার্থী ছিলেন। ওয়ার্ডটিতে কাউন্সিলর পদে একটি মাত্র মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া হয়েছিল। এছাড়া ২৪নং ওয়ার্ডে জেড এ মাহমুদ ওরফে ডন ছাড়া বর্তমান কাউন্সিলর শমশের আলী মিন্টু মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু ক্রেডিট কার্ডের দায় সংক্রান্ত জটিলতায় মিন্টুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। পরবর্তীতে তিনি আপিল করলেও সেটা খারিজ হয়ে যায়। ফলে ওয়ার্ডটিতে জেড এ মাহমুদ ডন একক প্রার্থী হয়ে যান।

শুক্রবার প্রতীক বরাদ্দের দিন নির্বাচন কমিশনার ওয়ার্ড দুটিতে একক প্রার্থী থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

amazing)

About admin

Check Also

বিআরটিএর সেই আরিফুলের দেড় কোটি টাকা জব্দ করল দুদক

যুগান্তরের সংবাদ প্রকাশের পর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কক্সবাজার জেলা কার্যালয়ের সাবেক সহকারি মোটরযান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *