পোড়া তেলের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, নিহত ১

নারায়ণগঞ্জের বন্দরে পোড়া তেলের ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাপ রোমান ও অনিক গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন—রোমান বাহিনীর প্রধান ক্যাপ রোমান (৩৬)। আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজারে এই ঘটনা ঘটে। নিহত রোমান বন্দরের ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়ালঘাট এলাকার আদু মিয়ার ছেলে। ঘটনার পরপরই পরিস্থিত নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ঘারমোড়া এলাকাসহ আশপাশের এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা জানায়, বন্দরের চর ধলেশ্বরী এলাকায় পোড়া তেলের ব্যবসা নিয়ে ক্যাপ রোমানের সঙ্গে ঘারমোড়া এলাকার মহিদ মিয়ার ছেলে অনিকের বিরোধ চলছিল। এ নিয়ে গত বছরের ২২ অক্টোবর ক্যাপ রোমান বাহিনী ও অনিক বাহিনীর সংঘর্ষ হয়। সে সময় একটি ইজিবাইক পুড়িয়ে দেওয়া হয় ও দুই পক্ষই বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটায়। আহত হয় নারীসহ ১৫ জন। দীর্ঘদিন পর আজ শুক্রবার ফের সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এর মধ্যে অনিকের অনুসারীরা রোমনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আমিসহ বন্দর থানার একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে চলে আসি। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয়রা রোমানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ Great)

About admin

Check Also

এই জয় তুরস্কের সাড়ে আট কোটি নাগরিকের: এরদোয়ান 

দ্বিতীয় দফার নির্বাচনে বিজয়ের পর দেশের সব নাগরিককে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিজয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *