ক্যাপিটল হিল দাঙ্গার মূল পরিকল্পনাকারীর ১৮ বছরের কারাদণ্ড

অতি দক্ষিণপন্থী সংগঠনের ওথ কিপারের প্রধান স্টুয়ার্ট রোহডসের নির্দেশেই যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল ভবনে আক্রমণ চালিয়েছিল দাঙ্গাকারীরা। তাঁদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে একাধিক মামলা চলছে। তবে এই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন ৫৭ বছরের স্টুয়ার্ট রোহডস। স্থানীয় সময় বৃহস্পতিবার তাঁকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট এদিন কী রায় দেন, তা নিয়ে অনেকেরই উৎসাহ ছিল। তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছিলেন সরকারি আইনজীবী। বস্তুত, তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদী ধারা প্রয়োগের আবেদন জানানো হয়।সন্ত্রাসবাদী ধারা যুক্ত না করলেও তাঁর কাজ যে সন্ত্রাসবাদের চেয়ে কোনো অংশে কম নয়, তা মেনে নিয়েছেন ফেডারেল বিচারক। বিচারক অমিত মেহেতার কাছে ২৫ বছরের সাজা ঘোষণার আবেদন জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত চরমতম সাজা ঘোষণা করেননি তিনি। ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন তিনি। এর আগে ২০২২ সালের নভেম্বরে রোহডস দোষী প্রমাণিত হয়েছিলেন। বৃহস্পতিবার তাঁর সাজা ঘোষণা হলো।কী ঘটেছিল২০২০ সালের নির্বাচনে হারের পর নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ নেওয়ার কথা ছিল জানুয়ারি মাসে। তার ঠিক আগে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিল ভবনে আক্রমণ করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভক্তরা। ক্যাপিটল ভবনের ভেতরে ঢুকে কার্যত সবকিছু তছনছ করে দেন তাঁরা। অভিযোগ, রোহডসের নির্দেশেই ওই দল ক্যাপিটল ভবনে আক্রমণ চালিয়েছিল। যদিও রোহডসের আইনজীবীর বক্তব্য, তাঁর মক্কেল ক্য়াপিটল ভবনের ভেতরে ঢোকেননি। বাইরে দাঁড়িয়ে ছিলেন। কাউকে ভেতরে ঢোকার নির্দেশও দেননি। আদালত কী বলেছেনবিচারক জানিয়েছেন, রোহডস অত্যন্ত স্মার্ট ব্যক্তি। তিনি যা বলেন, মানুষ তা মন্ত্রমুগ্ধের মতো শোনে। আর সেটাই সবচেয়ে বড় ভয়ের কারণ। তাঁর কথা শুনেই একদল মানুষ ক্যাপিটল হিলে হামলা করে। ভবিষ্যতেও এমন ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সে কারণেই চরম শাস্তি তাঁর পাওয়া উচিত। রোহডসের বিরুদ্ধে সন্ত্রাসবাদের চার্জ না লাগালেও বিচারক মুখে বলেছেন, রোহডস যা করেছেন, তা কোনো অংশেই সন্ত্রাসবাদের কম নয়। সন্ত্রাসবাদের চার্জ তাঁর বিরুদ্ধে আনাই যায়। তবে সিডিশন বা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই গোষ্ঠীকে উসকে দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। সেই অভিযোগ নিয়েও আদালতে শুনানি চলছে। বস্তুত, দেশকে বাঁচাতে এমনই কিছু করা উচিত বলে প্রথম ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।এদিন আদালতকক্ষে আত্মপক্ষ সমর্থনের সময় রোহডসও বলেছেন, তিনি যা করেছেন, তা দেশকে বাঁচানোর স্বার্থে করেছেন। Great)

About admin

Check Also

অন্তর্ভুক্তিমূলক নাকি আরও কঠোরতার পথে তুরস্ক

টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এরই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *