ইসলামিক ফাউন্ডেশনে ৭১ জনের চাকরির সুযোগ

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (সপ্তম পর্যায়) প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানের ৯ ক্যাটাগরিতে ৭১ জনকে নিয়োগ দেওয়া হবে।পদের নাম: সহকারী পরিচালকপদের সংখ্যা: ১টি (গ্রেড-৯)বয়স: বছর ১৮-৩০বেতন: সাকল্যে ৩৫,৬০০ টাকাযোগ্যতা: প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণি/জিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী অথবা ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণি/জিপিএসহ সম্মান ডিগ্রি অথবা সমমানের মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে।পদের নাম: ফিল্ড অফিসারপদের সংখ্যা: ১৮টিবয়স: ১৮-৩০ বছরবেতন: সাকল্যে ২৪,৭০০ টাকা (গ্রেড-১০)যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক অথবা সমমানের মাদ্রাসা ডিগ্রি/এর সমমানের জিপিএসহ সমমানের ডিগ্রিধারী হতে হবে।পদের নাম: হিসাবরক্ষকপদের সংখ্যা: ১টিবয়স: ১৮-৩০ বছরবেতন: সাকল্যে ১৯,৩০০ টাকা (গ্রেড-১৩)যোগ্যতা: দ্বিতীয় শ্রেণিতে বিকম পাস।পদের নাম: মাস্টার ট্রেনারপদের সংখ্যা: ৭টিবয়স: ১৮-৩০ বছরবেতন: সাকল্যে ১৭,৬৫০ টাকা (গ্রেড-১৩)যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির কামিল ডিগ্রি বা দাওরাসহ কারিয়ানা সনদ।পদের নাম: কম্পিউটার অপারেটরপদের সংখ্যা: ১টিবয়স: ১৮-৩০ বছরবেতন: সাকল্যে ১৯,৩০০ টাকা (গ্রেড-১৩)যোগ্যতা: প্রতি মিনিটে বাংলায় ৩০ অক্ষর এবং ইংরেজিতে ৪০ অক্ষর কম্পিউটারে কম্পোজ করার গতিসম্পন্ন স্নাতক অথবা সমমান ডিগ্রি থাকতে হবে।পদের নাম: ফিল্ড সুপারভাইজারপদের সংখ্যা: ৩৪টিবয়স: ১৮-৩০ বছরবেতন সাকল্যে: ১৬,৭০০ টাকা (গ্রেড-১৪)যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি অথবা সমমানের মাদ্রাসা ডিগ্রি অথবা এর সমমানের জিপিএসহ ডিগ্রিধারী হতে হবে। সমজাতীয় প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারীপদের সংখ্যা: ৭টিবয়স: ১৮-৩০ বছরবেতন: সাকল্যে ১৫,৬৫০ টাকা (গ্রেড-১৬)যোগ্যতা: উচ্চমাধ্যমিক অথবা সমমান ডিগ্রি এবং প্রতি মিনিটে বাংলায় ৩০ অক্ষর এবং ইংরেজিতে ৪০ অক্ষর কম্পিউটার কম্পোজ করার গতিসম্পন্ন হতে হবে।পদের নাম: ক্যাশিয়ারপদের সংখ্যা: ১টিবয়স: ১৮-৩০ বছরবেতন: সাকল্যে ১৭,০৪৫ টাকা (গ্রেড-১৬)যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ বিকম পাস অথবা সমমানের মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে।পদের নাম: আরঅ্যান্ডডি ক্লার্কপদের সংখ্যা: ১টিবয়স: ১৮-৩০ বছরবেতন: সাকল্যে ১৭,০৪৫ টাকা (গ্রেড-১৬)যোগ্যতা: স্নাতক অথবা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষত্রে ৪ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা লাগবে।আবেদনের প্রক্রিয়া: এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও বিস্তারিত জানা যাবে।আবেদন জমার শেষ সময় ১৫ জুন বিকেল ৫টা।সূত্র: বিজ্ঞপ্তি amazing)

About admin

Check Also

অন্তর্ভুক্তিমূলক নাকি আরও কঠোরতার পথে তুরস্ক

টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এরই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *