বালিয়াকান্দিতে চাঁদা না দেওয়ায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জমির সীমানার প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে মাসুদ রানা (৪০) নামের এক প্রধান শিক্ষককে হয়রানি, চাঁদা দাবি ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ সোমবার দুপুরে ওই শিক্ষক বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শিক্ষক মাসুদ রানা স্বর্পবেতাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি নারুয়া ইউনিয়নের কোনাগ্রাম গ্রামের মো. আবদুল মোমিনের ছেলে। অভিযুক্তরা হলেন সদর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের আজিজ শেখ (৫০), আবদুল আওয়াল শেখ (৬০), আবদুল আওয়াল শেখের ছেলে আফসার শেখ (৩০) ও আবদুল বক্কার শেখের ছেলে মিরু শেখ (৩৫)। শিক্ষক মাসুদ রানা বলেন, ‘‘বিবাদীগণ প্রতারক, চাঁদাবাজ ও ভূমিদস্যু। ২০১৮ সালে নারুয়া সড়কের ওয়াপদা থেকে কিছুটা দূরে বিবাদী আজিজ শেখের বাড়ির পাশে আমি ৭ শতাংশ জমি ক্রয় করি। জমি কেনার পর থেকেই সে আমার জমি অবৈধ দখলের চেষ্টা চালায় এবং আমাকে নানাভাবে হয়রানি করতে থাকে। আমার জমি রক্ষা করার জন্য সীমানা প্রাচীর নির্মাণ করার উদ্যোগ নেই।  ‘প্রাচীর নির্মাণ করার সময় সে আমার কাছে চাঁদা দাবি করে এবং কাজে বাঁধা দেয়। পরে স্থানীয়দের সহযোগীতায় কাজ সম্পন্ন করি। কিন্তু চাঁদা না দেওয়ায় সোমবার দুপুরের দিকে হঠাৎ আজিজের নেতৃত্বে ৪-৫ জন আমার জমির সীমানা প্রাচীর ভাঙতে থাকে। আমি খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে বাঁধা দিলে তারা আমাকে মারধর করে এবং জীবননাশের হুমকি দেয়।’ বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করার জন্য এসআই রাজিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। awesome)

About admin

Check Also

আটকে গেছে বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার

বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার অর্থ আটকা পড়েছে। বাংলাদেশি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *