৩ কোটির ফ্ল্যাট ও ৫৬ লাখ টাকার গাড়ির বিষয়ে মুখ খুললেন বুবলী  

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা বুবলীর সম্পর্কটা ভালো যাচ্ছে না। শাকিব খান সম্প্রতি তার সন্তানের মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে বুবলীর বিলাসী জীবনে টাকার উৎস নিয়ে কথা বলেছেন। বুবলী কী করে তিন কোটির ফ্ল্যাট ও ৫৬ লাখ টাকার গাড়ি কিনেছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন চিত্রনায়ক শাকিব। এসব অভিযোগের জবাব দিয়েছেন বুবলী।

গণমাধ্যমকে বুবলী বলেন, আমি অনেক বছর ফিল্ম করছি, তার আগে নিউজ পড়েছি, অনেক কালচারাল প্রোগ্রাম করি, বিভিন্ন ওপেনিং শো করি, বিজ্ঞাপন করি, এত বছর সম্মানের সঙ্গে কাজ করে আমার নিজ সামর্থ্য আর পরিবারের হেল্প নিয়ে যতটুকু থাকার ঠিক ততটুকুই আছে।

আমার গাড়ির কথা উনি (শাকিব) বলছেন সেটা ব্যাংক লোন নিয়ে নেওয়া। সব লোনের কাগজ আমার কাছে আছে। যে শোরুম থেকে নেওয়া সেই শোরুম উনি নিজেও চিনেন।

তিনি আরও বলেন, ‘আমার বাসার কথা উনি বলেছেন- যেটাতে আমি আম্মু, আব্বু, শেহজাদ, আমার ছোট ভাইসহ পরিবার নিয়ে থাকি। এই বাসা আমার নামেও না, কারণ এটাও লোন নিয়ে করা। আমি আমার সিনেমা আর বিজ্ঞাপন থেকে কিছু টাকা দিয়ে কিছুটা পরিবার থেকে হেল্প নিয়ে বাকিটা লোন করে গাড়ি কিনেছি। গাড়ি আর বাসার প্রতি মাসের ইনস্টলমেন্টের হিসাব আমার কাছে আছে। আমি এত বছর কাজ করে লোন করে কিছু করতে গেলেও সমস্যা?’

এ পাল্টা প্রশ্ন রেখে এই চিত্রনায়িকা বলেন, আমার আর সন্তানের জন্য তো আমাকে কাজ করতে হয়। কারণ সব দায়িত্ব আমার একার। উনি এসবেও নোংরামি করতে চান? তা হলে নিজে কেন কোনো দায়িত্ব নেননি?

এর আগে রোববার এক সাক্ষাৎকারে শাকিব খান বলেন, শেহজাদকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ল। নানাজনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলল, যা মিডিয়াসহ সবাই জানে। একই সঙ্গে সাড়ে তিন কোটি টাকার ফ্ল্যাট এবং ৫৬ লাখ টাকার গাড়ির মালিক হলো, হঠাৎ করে এমন বিত্তবৈভবের মালিক হওয়া কীভাবে সম্ভব?।

Great)

About admin

Check Also

ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নিয়ে যে হুশিয়ারি দিল রাশিয়া

ইউক্রেন যদি ন্যাটো জোটের সদস্য হয় তাহলে বিষয়টি আগামী কয়েক বছর সমস্যা তৈরি করবে বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *