১৫ বছর ধরে ছুটি কাটানো কর্মী মামলা করলেন বেতন না বাড়ায়

আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি আইবিএম। এ প্রতিষ্ঠানেরই যুক্তরাজ্য শাখার জ্যেষ্ঠ আইটি কর্মী ইয়ান ক্লিফোর্ড। ২০০৮ সাল থেকেই অসুস্থতাজণিত কারণে ছুটি কাটাচ্ছেন তিনি। দীর্ঘ ছুটিতে থাকলেও বেতন-ভাতা ঠিকই পাচ্ছেন নিয়মিত। তারপরও বেতন বাড়েনি বলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। রোববার টেলিগ্রাফের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি। খবরে বলা হয়, গত ১৫ বছর ধরে অসুস্থতার কারণে ছুটি নিয়ে বাড়িতে অবস্থান করছেন আইবিএম কর্মী ইয়ান। লিংকডিন প্রোফাইল বলছে, ২০১৩ সাল থেকেই ‘মেডিক্যাল অবসর’ যাপন করছেন তিনি। এ অবস্থায় কোম্পানির বিরুদ্ধে অক্ষমতার কারণে বৈষম্যের অভিযোগ তুলে মামলা করেছেন ইয়ান। অভিযোগ করেছেন, গত ১৫ বছর ধরে তাঁর এক ডলারও বেতন বাড়েনি। আইবিএম কোম্পানির একটি স্বাস্থ্য বিষয়ক নীতির আওতায় কোনো কাজ না করেও বছরে ৫৪ হাজার পাউন্ড করে বেতন পাচ্ছিলেন ইয়ান। বাংলাদেশি মুদ্রায় যা ৭২ লাখেরও বেশি টাকা। কোম্পানির নীতি অনুযায়ী-৬৫ বছর বয়স পর্যন্ত নিয়মিত এই বেতন পাবেন ইয়ান। কিন্তু মামলার পক্ষে তিনি যুক্তি দেখিয়েছেন, কোম্পানির এই নীতিটি মোটেও উদার নয়। কারণ বছর বছর মূল্যস্ফীতির কারণে মুদ্রার মান কমছে। ফলে একই বেতন পাওয়ার তাঁর পরিবারের ক্রয় ক্ষমতাও কমছে। লন্ডনের কিংস কলেজে পড়াশোনা শেষ করে ২০০০ সালে লোটাস ডেভেলপমেন্ট নামে একটি প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেছিলেন ইয়ান ক্লিফোর্ড। পরে ওই প্রতিষ্ঠানটি কিনে নিয়েছিল বহুজাতিক আইবিএম কোম্পানি। amazing)

About admin

Check Also

কয়লা সংকটে পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

কয়লা সংকটে পুরোপুরি বন্ধ হয়ে গেল পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের (বিসিপিসিএল) উৎপাদন। আজ সোমবার বেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *