চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভির দোকান এলাকা থেকে রিয়াজ (৩০) নামের এক যুবককে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পরে তাঁকে চন্দনাইশ উপজেলার দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।রিয়াজ ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের নুরুল আলমের ছেলে। তিনি ভাড়ায় প্রাইভেট কার চালান।যুবককে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ এরফান। তিনি বলেন, ‘আজ সকাল ৮টার দিকে মৌলভির দোকান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে রিয়াজকে উদ্ধার করা হয়। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।’ওসি খান মুহাম্মদ জানান, দোহাজারী হাইওয়ে থানা-পুলিশ দায়িত্ব পালনের সময় মৌলভির দোকান এলাকায় পৌঁছালে চট্টগ্রাম অভিমুখী একটি প্রাইভেট কারের চালকসহ কয়েক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পুলিশ তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর দড়ি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় রিয়াজকে উদ্ধার করে। রিয়াজ সুস্থ হলে এ বিষয়ে পুলিশ তদন্ত করবে।মৌলভির দোকান এলাকার সিএনজিচালিত অটোরিকশার চালক মো. নাঈম উদ্দিন বলেন, ‘আজ সকাল ৮টার দিকে সড়কের পাশে একটি প্রাইভেট কার থেকে এক লোককে উদ্ধার করে পুলিশ। তখন পুলিশের সঙ্গে আমি ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাই।’ amazing)
Check Also
ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮
ভারতের ওডিশা রাজ্যে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৯০০ জনের বেশি। …