সম্মানিত হলেন মায়েরা

মা দিবস উপলক্ষে দেওয়া হলো রয়েল ক্যাফে নিবেদিত ‘মা পদক ২০২৩’। গত শনিবার রাজধানীর হোটেল বেঙ্গল ব্লুবেরির অ্যানেক্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপিস্থত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা।এবার অভিনেত্রী দিলারা জামানকে ‘মা পদক ২০২৩’-এ ভূষিত করা হয়। এ ছাড়া মা পদকে সম্মানিত করা হয় চিত্রনায়ক আমিন খানের মা আরজুদা খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের মা বিলকিস নাজিম, অভিনেত্রী দীপা খন্দকারের মা যুথিকা আক্তার, জেনির মা মাহবুবা হাসান খান, আরিফিন শুভর মা খায়রুন নাহার, জ্যোতিকা জ্যোতির মা পূর্ণিমা পাল, লে. কর্নেল তানভীর আহমেদের মা মমতাজ বেগম, চিত্রনায়িকা বুবলীর মা জেসমিন আক্তার, সাংবাদিক মঈন আব্দুল্লাহর মা সুলতানা বেগম, আলী আফতাব ভূঁইয়ার মা দেলোয়ারা বেগম, সংগ্রামী মা (কাজী তোফাজ্জল হোসেনের মা) ফিরোজা বেগম, সফল তিন বোন নাসরিন-ফাহমিদা-তাসলিমার মা মহসিনা হাসনাত, গায়ক মুহিনের মা মোরশেদা বেগম, গায়িকা লিজার মা নার্গিস সুলতানা, সংবাদ পাঠক ইসরাত আমীনের মা দীল আফরোজ আমীন ও হাওয়াখ্যাত নায়িকা নাজিফা তুষির মা শিরিন আক্তার।রুনা লায়লা বলেন, ‘গত বছর আমার হাত ধরেই এই মা পদকের যাত্রা শুরু হয়েছিল। এই বছরও গর্বিত মায়েদের হাতে পদক তুলে দিতে পেরে ভীষণ ভালো লাগল। এতজন মাকে একসঙ্গে দেখতে পেয়ে আনন্দ হলো ভীষণ। আয়োজকদের ধন্যবাদ। আশা করছি, তাঁরা এই ধারাবাহিকতা বজায় রাখবেন, প্রতিবছর মায়েদের হাতে সম্মাননা তুলে দেবেন।’‘আলী-রূপা ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করেছে মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং। Great)

About admin

Check Also

শিশুর চোখে সমস্যা যেভাবে বুঝবেন

দেশে অনেক শিশু আছে, যাদের চোখ ‘মারাত্মক খারাপ’ হওয়ার আগে চিকিৎসা শুরু হয় না। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *