মাদারীপুরের চরাঞ্চলে তুলে নিয়ে তরুণীকে ধর্ষণের ঘটনায় দুই বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- শিবচর উপজেলার বন্দরখোলার ইউনিয়নের আবু খালাসীর ছেলে সাগর খালাসী (১৯) এবং ফালান শেখের ছেলে আল আমিন। এছাড়া এখনো পলাতক একই এলাকার আক্কাস মোল্লার ছেলে হাসান মোল্লা (২১) ও লাল মিয়া শিকদারের ছেলে মেহেদী শিকদার (২১)।
মামলার বিবরণে জানা গেছে, শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নে এক দিনমজুর পরিবারের ১৯ বছর বয়সি মেয়ে গত ৮ মে বিকালে জামা-কাপড় কিনতে স্থানীয় একটি বাজারে যায়। কেনাকাটা শেষে বাড়ি ফেরার সময় সন্ধ্যার দিকে শিকদারহাট বড় ব্রিজের ওপর আড্ডা দিতে থাকা কয়েকজন বখাটে মেয়েটির গতিরোধ করে ব্যবহৃত মোবাইল নাম্বার চায়।
মোবাইল নাম্বার না দিয়েই মেয়েটি তড়িঘড়ি করে বাড়ির পথে হাঁটা শুরু করলে পিছু নেয় ওই বখাটেরা। মাঝপথ থেকে মেয়েটিকে তুলে চরাঞ্চলের একটি নির্জন স্থানে নিয়ে মুখ চেপে জোরপূর্বক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে সাগর খালাসী, আল আমিন ও হাসান মোল্লাসহ কয়েকজন বখাটের বিরুদ্ধে। একপর্যায়ে মেয়েটি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় বখাটেরা। এ সময় ঘটনা কাউকে না জানাতেও হুমকি দেয় তারা।
ঘটনা জানাজানি হলে ছয় দিন পর রোববার রাতে হাসান মোল্লা, মেহেদী শিকদার, সাগর খালাসী, আল আমিনসহ অজ্ঞাত কয়েকজনের নামে শিবচর থানায় একটি ধর্ষণ মামলা করে নির্যাতিতা। পরে অভিযান চালিয়ে সাগর ও আল-আমিনকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ধর্ষণ মামলায় দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বাকি অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।
awesome)