যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের রাষ্ট্রদূতসহ কোনো কূটনীতিককে অতিরিক্ত পুলিশ প্রটোকল দেওয়া হবে না 

ঢাকার সকল কূটনৈতিক, মন্ত্রী, সচিব, উচ্চ কর্মকর্তাদের নিরাপত্তা প্রটোকলে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। ঢাকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের রাষ্ট্রদূতসহ যেসকল কূটনীতিক অতিরিক্ত পুলিশ প্রটোকল পেতেন তাও সরিয়ে নেওয়া হবে।আজ সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।গোলাম ফারুক বলেন, ‘দেশের মন্ত্রী, সচিব, উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রটোকলের জন্য আনসার বাহিনী থেকে একটি প্রটোকল ইউনিট করা হয়েছে। তারাই এখন প্রটোকলের দায়িত্ব পালন করবে। দেশের মন্ত্রী এমপিদের যারা প্রটোকল দিয়ে থাকেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ সকল কূটনৈতিকদেরও তারা প্রটোকল দেবেন।’ডিএমপি কমিশনার বলেন, ‘প্রটোকলে আনসার সদস্যরা থাকলেও রাজধানীর গুলশান–বারিধারা কূটনৈতিক জোনে ডিএমপি’র ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের পুলিশ সদস্যরা দায়িত্ব নিয়োজিত থাকবে।’গোলাম ফারুক বলেন, ‘সবাই সমান প্রটোকল পাবেন। তবে কারও পুলিশ সহযোগিতার প্রয়োজন হলে আমরা অবশ্যই তাদের পাশে থাকব।’উল্লেখ্য, দেশে জঙ্গি হামলা হওয়ার পর থেকে রাজধানীর কূটনৈতিক জোনের নিরাপত্তার জন্য ডিএমপি আলাদা ইউনিট গঠন করে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত, জাতিসংঘের কর্মকর্তারা বাড়তি প্রটোকল পেতেন। তবে সেই পরিস্থিতি উন্নতি হয়েছে বলে প্রটোকলেও পরিবর্তন হয়েছে। তা ছাড়া আনসারের প্রটোকল ইউনিট এখন থেকে এই দায়িত্ব পালন করবেন। কারণ প্রটোকলের জন্য ডিএমপি’র কয়েক হাজার পুলিশ সদস্য রাখতে হয়। এই জায়গা থেকেও ডিএমপি সরে আসতে চাচ্ছে বলে পুলিশ জানিয়েছে। Great)

About admin

Check Also

আটকে গেছে বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার

বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার অর্থ আটকা পড়েছে। বাংলাদেশি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *