যথাযথভাবে আইন বাস্তবায়িত হলে সড়ক নিরাপদ হবে: ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, আমাদের সড়ক পরিবহণ আইনে সড়ক নিরাপদের বিষয় উল্লে­খ নেই। বিষয়টি অন্তর্ভুক্ত না থাকায় সড়কে নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হচ্ছে না। যথাযথভাবে আইন বাস্তবায়ন হলে সড়ক অধিকতর নিরাপদ হয়ে উঠবে।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ৭ম জাতিসংঘ বৈশ্বিক নিরাপদ সড়ক সপ্তাহ-২০২৩ পালন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা ১০টি সংগঠনের জোট ‘রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ’ আয়োজিত সংবাদ সম্মেলনে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আরও বলেন, দুঃখজনক হলেও সত্য আমাদের আইনি কাঠামোতে আমরা যানবাহনের সর্বোচ্চ গতিসীমার বিষয়টি এখনো অন্তর্ভুক্ত করতে পারিনি। আইন ও বিধির এ অভাব দ্রুত পূরণ করা জরুরি। যথাযথভাবে আইন বাস্তবায়ন হলে দেশের সড়কগুলো অধিকতর নিরাপদ হয়ে উঠবে।

প্রতি বছরের মতো এবারও জাতিসংঘের সদস্য দেশগুলো বিশ্বব্যাপী রোড সেফটি সপ্তাহ পালন করছে। আগামী ২১ মে পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে রোড সেফটি সপ্তাহ পালন করবে রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ। এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘টেকসই যাতায়াত’।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার এম খালিদ মাহমুদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোড সেফটির প্রকল্প পরিচালক ডা. মাহফুজুর রহমান ভূঞা ও বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএস বজলুর রহমান প্রমুখ।

amazing)

About admin

Check Also

যমুনা টেলিভিশনের প্রতিনিধির ওপর হামলা, যুবলীগ নেতার বিরুদ্ধে চার্জশিট

সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশ করায় যমুনা টেলিভিশনের প্রতিবেদক আমিনুল ইসলামকে মারধরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *