মেক্সিকোতে ট্রাক্টর-ভ্যান সংঘর্ষে নিহত ২৬ 

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য তামাউলিপাসের একটি মহাসড়কে ট্রাক্টর ট্রেলার ও ভ্যানের মধ্যে সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকালে এ দুর্ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তামাউলিপাসের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, তামাউলিপাসের রাজধানী সিউদাদ ভিক্টোরিয়ার কাছে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় এবং আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। তবে সরকারি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পর সেখানে কোনো ট্রেলার বহনকারী ট্রাক দেখতে পাননি। ততক্ষণে ট্রাকটি ঘটনাস্থল থেকে চলে গেছে। তামাউলিপাস প্রসিকিউটর অফিসের একটি সূত্র জানিয়েছে, ট্রাকের চালক পালিয়ে গেছেন কিনা বা দুর্ঘটনায় তিনিও মারা গেছে কিনা, তদন্তকারীরা তা এখনো নিশ্চিত হতে পারেননি। ধারণা করা হচ্ছে, ভ্যানের যাত্রীরা একটি ব্যক্তিগত পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানা গেছে। প্রসিকিউটর অফিসের সূত্রটি জানিয়েছে, ঘটনাস্থল থেকে কয়েকটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, নিহতদের সবাই মেক্সিকান। amazing)

About admin

Check Also

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮

ভারতের ওডিশা রাজ্যে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৯০০ জনের বেশি। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *