সিরাজগঞ্জে কারা হেফাজতে ধর্ষণচেষ্টা মামলার আসামির মৃত্যু

সিরাজগঞ্জে নূর ইসলাম (৫৫) নামে ধর্ষণচেষ্টা মামলার এক আসামি কারা হেফাজতে মারা গেছেন। আজ রোববার বিকেল পৌনে ৪টার দিকে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকেরা ।সিরাজগঞ্জ জেলা কারাগারের সহকারী সার্জন ডা. মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, কারাগারে আসার পর থেকেই নূর ইসলাম হাইপার টেনশনে ভুগছিলেন। আজ রোববার দুপুরে তাঁর শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত হাসপাতালে ভর্তি করি। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। উচ্চ রক্তচাপের কারণে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিহতের মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।সিরাজগঞ্জ জেলা কারাগারের জেলার মোহাম্মদ ইউনুস জামান আজকের পত্রিকাকে বলেন, ‘কাজীপুর থানায় দায়ের করা একটি ধর্ষণচেষ্টা মামলায় ২০২২ সালের ১৫ অক্টোবর নূর ইসলামকে কারাগারে পাঠান আদালত। আজ রোববার দুপুরে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৪টার দিকে তার মৃত্যু হয়।’ awesome)

About admin

Check Also

https://www.ajkerpatrika.com/277196/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0

amazing)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *