সাপের কামড়ে প্রধান শিক্ষকের মৃত্যু, হাসপাতালে গিয়েও পাননি ভ্যাকসিন

ঠাকুরগাঁও সদর উপজেলায় সাপের কামড়ে আলী আকবর (৫১) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ— ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভ্যাকসিন না থাকার কারণে তার মৃত্যু হয়েছে।

শনিবার রাতে সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও থেকে দিনাজপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি ওই ইউনিয়নের খড়িবাড়ি কাচাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

আলী আকবরের ভাই রবিউল ইসলাম বলেন, আমার বড় ভাই আলী আকবর শনিবার বিকালে কৃষিজমিতে সেচ দিতে যান। এ সময় সেচের ড্রেন পরিষ্কার করতে গিয়ে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। তাৎক্ষণিক বাসায় এসে পরিবারের লোকজনকে জানালে আমরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখানে ভ্যাকসিন না থাকায় রোগীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে দিনাজপুর নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

সাপে কাটার ভ্যাকসিন না থাকায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বলেন, জেলা শহরের একটি হাসপাতালে ভ্যাকসিন না পাওয়াটা খুবই দুঃখজনক। আজ যদি ভ্যাকসিন পাওয়া যেত তা হলে ওই শিক্ষকের মৃত্যু হতো না। বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে উত্থাপন করব।

হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সাদাত শাহরিয়ার বলেন, এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহ নেই। ভ্যাকসিনের জন্য চাহিদা পাঠানো হয়েছে।

Great)

About admin

Check Also

একশ টাকার বিবাদে বন্ধুর হাতে বন্ধু খুন

চট্টগ্রামের পটিয়ায় একশ টাকার বিবাদে বন্ধু মারুফের হাতে মোহাম্মদ মঈনুদ্দিন (১৮) নামের অপর বন্ধু খুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *