শিবগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের (১৩) বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল শনিবার রাতে থানায় মামলা হয়েছে। ওই রাতেই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। কিশোরকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম। তিনি জানান, ছাত্রীর মা বাদী হয়ে শনিবার রাতে মামলা দায়ের করেন। ওই রাতেই কিশোরকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়।’ এজাহার থেকে জানা গেছে, ৮ মে সকালে শিবগঞ্জ উপজেলার একটি গ্রামে ওই ছাত্রীকে লুকোচুরি খেলার কথা বলে নিজ বাড়িতে ডেকে নেয় কিশোর। এরপর বাড়িতে কেউ না থাকায় তাকে ধর্ষণ করে কিশোর। পরে ওই ছাত্রী বাড়ি ফিরে পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়। দেরিতে মামলা দায়েরের কারণ জানতে চাইলে শিশুটির বাবা বলেন, ‘আমি কিশোরের পরিবারের সদস্যদের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করতে চেয়েছিলাম। কয়েক দিন অপেক্ষা করেও তাঁদের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। গতকাল রাতে আমার স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।’ amazing)

About admin

Check Also

https://www.ajkerpatrika.com/277196/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0

amazing)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *