মোখার আঘাতকালে চুরি–ডাকাতি ঠেকাতে চট্টগ্রামের ১৭ থানায় পুলিশের নজরদারি

ঘূর্ণিঝড় মোখার আঘাতকালে চুরি, ডাকাতি ও ছিনতাই ঠেকাতে চট্টগ্রামের ১৭ থানায় ৯৪১টি সাইক্লোন শেল্টারে কড়া নজরদারি থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। বাসাবাড়িও নিরাপদ রাখতে কাজ করছে পুলিশ। এই লক্ষে জরুরি সেবা চালু করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই জরুরি সেবা কেন্দ্র চালু করা হয়েছে। সেখান থেকে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ‘আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিন, জান-মাল নিরাপদ রাখুন’ স্লোগান মাইকিং করা হচ্ছে।  এতে ফোকাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কবীর আহম্মেদ। তাঁর মোবাইল নম্বর: ০১৩২০-১০৭৪০২। আর জরুরি সেবা কেন্দ্রের মোবাইল নম্বরসমূহ হচ্ছে ০১৩২০-১০৮৩৯৮, ০১৩২০-১০৮৩৯৯ ও ০২-৪১৩৫৫৫৪৯। আজ শনিবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ্ এ জরুরি সেবা কেন্দ্র চালু করেন। ঘূর্ণিঝড় পূর্ববর্তী, চলাকালীন এবং পরবর্তীতে যেকোনো ধরনের সেবা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলাবাসীকে আহ্বান জানান পুলিশ সুপার। জরুরি সেবা কেন্দ্র ২৪ ঘণ্টা খোলা থাকবে। পুলিশ সুপার জানান, চট্টগ্রাম জেলা পুলিশের বিভিন্ন ইউনিটকে দুর্যোগ মোকাবিলায় সতর্ক থাকার জন্য যাবতীয় নির্দেশনা দেওয়া হয়েছে। awesome)

About admin

Check Also

আটকে গেছে বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার

বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার অর্থ আটকা পড়েছে। বাংলাদেশি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *