বিক্ষোভ ইস্যুতে নিরপেক্ষ তদন্তের আহ্বান ইমরান খানের 

নিজের গ্রেফতারের পর পাকিস্তানে যে সহিংসতা ও বিক্ষোভ হয়েছে তার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ আহ্বান জানান তিনি। খবর ডনের।

এ সময় পাক সেনাপ্রধানের বক্তব্যের কড়া জবাব দেন ইমরান খান। তিনি সেনাপ্রধানকে উদ্দেশ্য করে বলেন, আপনি রাজনীতিতে নেমে গেছেন। এখন দল বাছাই করুন।

এর আগে দেশটির সেনাপ্রধান আসীম মুনির সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। বলেন, সহিংসতায় সঙ্গে জড়িত সকল পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে।

জাতির উদ্দেশে ইমরান খান বলেন, আজ আমাদের গণতন্ত্র সুতোয় ঝুলছে। শুধু বিচার বিভাগই এটিকে বাঁচাতে পারে। এই মাফিয়ারা বিচার বিভাগের ওপর হামলা চালাচ্ছে, তাই আমি জাতিকে আমাদের বিচার বিভাগ ও সংবিধানের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

১ ঘণ্টার ওই ভাষণের শেষে রোববার সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান ইমরান খান।

তিনি বলেন, বিকাল সাড়ে ৫টায় আমি সবাইকে, বিশেষভাবে নারীদের উদ্দেশে বলছি- কারণ আমি আমাদের ঘরে ঘরে বিপ্লব দেখতে পাচ্ছি, রাস্তায় নেমে আসার আহ্বান জানাই। আপনারা হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে বের হয়ে আসুন। প্ল্যাকার্ডে লিখুন ‘হাকিকি আজাদি’ (সত্যিকারের স্বাধীনতা) এবং ‘সংবিধান বাঁচাও, পাকিস্তান বাঁচাও’।

amazing)

About admin

Check Also

ভারতে ট্রেন দুর্ঘটনা: বিপাকে পড়েছেন বাংলাদেশি জ্যোৎস্না

ভারতের উড়িষ্যার বালেশ্বরে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে ২৮৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *