বার্সায় ফিরতে আগ্রহী মেসি

মৌসুম শেষে পিএসজি ছেড়ে সৌদি আরবের একটি ক্লাবে যোগ দিতে চুক্তি সেরে ফেলেছেন লিওনেল মেসি, এমন খবরে তোলপাড়।

পরে সৌদি ক্লাবের সঙ্গে গোপন চুক্তির খবর অস্বীকার করেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। তাতেও থামছিল না সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে আর্জেন্টাইন মহাতারকার নাম জড়িয়ে নানা গুঞ্জন। এবার মেসির সঙ্গে গোপন চুক্তির কথা অস্বীকার করল আল হিলাল।

আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষে ফ্রি এজেন্ট হয়ে যাবেন মেসি। ট্রান্সফার ফি না লাগায় তাকে পেতে বছরে রেকর্ড ৪০০ থেকে ৬০০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দিতেও আপত্তি নেই আল হিলালের।

মেসিকে সেই প্রস্তাব দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি বলে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে নিশ্চিত করেছে আল হিলাল। চুক্তির ব্যাপারে কোনো সমঝোতা হয়নি বলেও জানিয়েছে সৌদি ক্লাব। ৩০ জুনের আগে পরবর্তী গন্তব্যের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না মেসি।

কারণ, এখনো তার মূল লক্ষ্য বার্সেলোনায় ফেরা। মৌসুম শেষে বার্সা ছাড়বেন দলটির বর্তমান অধিনায়ক সের্হিও বুসকেতস। পাশাপাশি আরও কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দিলে লা লিগার বেঁধে দেওয়া বেতনসীমার মধ্যে মেসিকে ফেরানো সম্ভব হবে বার্সার জন্য।

Great)

About admin

Check Also

তাইওয়ান-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক চুক্তি, চীনের হুশিয়ারি

তাইওয়ানের সঙ্গে প্রথমবারের মতো বাণিজ্যিক চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *