গত শুক্রবার দেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড তারকা শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। দেশের সিনেপ্লেক্সে সিনেমাটি দর্শক টানলেও সিঙ্গেল স্ক্রিনে তেমন সুবিধা করতে পারছে না বলে জানিয়েছে সিনেমা হল মালিকেরা। ভারতীয় বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা প্রতিবেদনে জানিয়েছে মুক্তির প্রথম দিনে বাংলাদেশের বক্স অফিস থেকে ‘পাঠান’ সংগ্রহ করেছে ২৫ লাখ টাকা (প্রায়)।বিশ্বব্যাপী আর ওটিটিতে মুক্তির পর অনেক জল্পনার অবসান ঘটিয়ে দেশের সিনেমা হলে মুক্তি পায় ‘পাঠান’। ৪১টি প্রেক্ষাগৃহে প্রতিদিন ২০০ টিরও বেশি শো প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। তবে সিনেপ্লেক্সে দর্শকদের একক হলগুলোতে দর্শকের উপস্থিতি ছিল প্রত্যাশার চেয়ে কম।সিনেমা হল মালিকদের দীর্ঘদিনের চাওয়া ছিল হিন্দি সিনেমার আমদানি। বলিউডের ‘পাঠান’ মুক্তির মাধ্যমে সেই চাওয়া পূরণ হয়েছে। মূলত সরকার বছরে ১০টি হিন্দি সিনেমা প্রদর্শন করা যাবে, এ রকম শর্তের সঙ্গে আরও কিছু যোগ করে হিন্দি সিনেমা প্রদর্শনের অনুমতি দিয়েছে।বিশ্বব্যাপী ২৫ জুন মুক্তি পেলেও বাংলাদেশে এখনও ‘পাঠান’ উন্মাদনা কমেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখ ভক্তদের উন্মাদনা তাই বলে দিচ্ছে।সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল চলতি বছরের ২৫ জানুয়ারি। সিনেমাটি আরও করেছেন-দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়াসহ অনেকে।মুক্তির এক মাসে সিনেমাটির আয় হাজার কোটি ছাড়ায়। বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা সফল ছবি হওয়ার গৌরব অর্জন করেছে ‘পাঠান’। awesome)
Check Also
আটকে গেছে বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার
বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার অর্থ আটকা পড়েছে। বাংলাদেশি …