পাকিস্তানের রাজকীয় আপ্যায়নে মুগ্ধ ভারতীয় দল

সীমান্ত নিয়ে দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে এক যুগ হলো। আইসিসি এবং এসিসির টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তানের দেখা হচ্ছে না।

৪ মে ভারতের ৩২ সদস্যের ব্রিজ দল সফর করে পাকিস্তানের লাহোরে। দেশটিতে তখন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারে উত্তাল ছিল। সেই সংকটের মধ্যেও ভারতীয় দলকে রাজকীয় নিরাপত্তা দেওয়ার পাশাপাশি আপ্যায়ন করে পাকিস্তান।

সেই সফরে ছিলেন এইচসিএলের প্রতিষ্ঠাতা শিব নাডারের স্ত্রী কিরণ নাডার ও অভিজ্ঞ খেলোয়াড় রাজেশ্বর তিওয়ারি।

সংবাদ সংস্থাকে রাজেশ্বর বলেছেন, ওয়াঘা সীমান্ত পেরিয়ে আমরা পাকিস্তানে ঢোকামাত্রই পাকিস্তানের ব্রিজ সংস্থার সভাপতি নিজে এসে আমাদের অভ্যর্থনা জানান। আমরা বিদেশে যে কয়টা প্রতিযোগিতায় অংশ নিয়েছি তার মধ্যে এটা অন্যতম সেরা ছিল। পাকিস্তান না গেলে বুঝা যাবে না যে, তারা আতিথেয়তায় সেরা।

৪ মে লাহোরে গিয়ে রোববার বেশির ভাগই ভারতে ফিরেন। কয়েকজন শনিবার ফিরেছেন।

রাজেশ্বর বলেন, পাকিস্তান সফরে আমাদের প্রত্যেকের সঠিক যত্ন করা হয়েছে। ওদের পক্ষ থেকে একজন গেস্ট রিলেশন ম্যানেজার নিযুক্ত করা হয়েছে। সফরে নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হয়নি।

সূত্র: হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা

Great)

About admin

Check Also

চট্টগ্রামে মিতু হত্যা: চার্জশিটভুক্ত আসামি কালু গ্রেফতার

চট্টগ্রামে মাহমুদা খানম মিতু হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি মো. খাইরুল ইসলাম কালুকে গ্রেফতার করা হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *