ট্রেলারে ‘আদিম’, প্রাণবন্ত চিত্রায়ণের প্রশংসা

আগামী ২৬ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে যুবরাজ শামীম পরিচালিত মস্কো জয়ী সিনেমা ‘আদিম’। এরই মধ্যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন নির্মাতা। পোস্টার প্রকাশের পর এবার এল চলচ্চিত্রটির ট্রেলার।প্রায় দুই মিনিট দৈর্ঘ্যের ট্রেলারটি বেশ প্রশংসা কুড়াচ্ছে দর্শকমহলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেলার শেয়ার করে দর্শকেরা লিখেছেন এমন প্রাণবন্ত চিত্রায়ণ নিকট অতীতে বাংলা ভাষার সিনেমায় বিরল। অনেকে বলছেন, ‘আদিম’ এর জীবনবোধ যে কোনো দর্শকের চৈতন্যকে স্পর্শ করবে।ট্রেলার দেখে দর্শকের এমন ভাবনায় কিছুটা চাপে থাকলেও সামগ্রিকভাবে দর্শক সাড়ায় মুগ্ধ হয়েছেন নির্মাতা যুবরাজ। তিনি বলেন, ‘আদিম’ এর ট্রেলার উন্মোচনের পর পরই সাধারণ দর্শকের পাশাপাশি সিনেমা নিয়ে যারা খোঁজখবর রাখেন এমন বহুজন আমাকে ফোনে, মেসেঞ্জারে প্রশংসা করেছেন। শুভ কামনা জানিয়েছেন। এসব কিছুই আমাকে ভীষণরকম আবেগাপ্লুত করেছে।নির্মাতা আরও বলেন, ‘আমি শুরু থেকেই আদিম এর প্রচারণা নিয়ে চিন্তিত ছিলাম, কারণ একটা ছবির প্রচারণার জন্য গ্ল্যামার মুখ সহ আরও যেসব অনুষঙ্গের দরকার হয় সেই অর্থে কোনোটাই আমার নাই। আমি একদমই ভাবি নাই আদিম এর ট্রেলার রিলিজ দেওয়ার সময় এত এত মানুষ নিজেদের ওয়ালে তা শেয়ার করবেন। বিষয়টা সত্যি আমাকে মুগ্ধ করেছে। ট্রেলার নির্মাণে মেজবাউর রহমান সুমন, সজল অলোক এবং রাশীদ শরীফ সোয়েব, তাঁরা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।’ গণ অর্থায়নে নির্মিত ছবিটি নিয়ে যুবরাজ আরও বলেন, ‘‘আদিম’ নির্মাণ শুরু থেকে রিলিজ পর্যন্ত আমার পাশে ছিলেন সাধারণ মানুষ। শুধু অর্থ দিয়ে নয়, সাহস দিয়েও পাশে ছিলেন তারা। পুরোপুরি মানুষের সহায়তায় একটা সিনেমা হয়ে গেল, এটা ভাবলে আশ্চর্য লাগে।’টঙ্গীর একটি বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। সিনেমার কাহিনিও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণ অর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ।ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আদিম এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ। Great)

About admin

Check Also

কিশোরকে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যা, মামা কারাগারে

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভাগনেকে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার আজিদ আলীকে (৩২) কারাগারের পাঠানো হয়েছে।আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *