আজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলব বাংলাদেশ। এ ছাড়া ক্রিকেটে আইপিএলের দুটি ম্যাচ রয়েছে। অন্যদিকে ফুটবলে বেশ কিছু হেভিওয়েট ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন আজ টিভিতে কী কী খেলা রয়েছে। ক্রিকেটতৃতীয় ওয়ানডেবাংলাদেশ-আয়ারল্যান্ডবিকেল ৩টা ৪৫ মিনিট, সরাসরিআইসিসি টিভিআইপিএলরাজস্থান-বেঙ্গালুরুবিকেল ৪ টা, সরাসরিচেন্নাই-কলকাতারাত ৮ টা, সরাসরিটি স্পোর্টস ও গাজী টিভিফুটবলইংলিশ প্রিমিয়ার লিগএভারটন-ম্যানচেস্টার সিটিসন্ধ্যা ৭ টা, সরাসরিআর্সেনাল-ব্রাইটনরাত ৯টা ৩০ মিনিট, সরাসরিস্টার স্পোর্টস সিলেক্ট ২ লা লিগাএলচে-আতলেতিকো মাদ্রিদরাত ৯টা ১৫ মিনিট, সরাসরিস্পোর্টস ১৮ বুন্দেসলিগাস্টুটগার্ট-লেভারকুসেনসন্ধ্যা ৭টা ৩০ মিনিট, সরাসরিলাইপজিগ-ব্রেমেনরাত ৯টা ৩০ মিনিট, সরাসরিসনি টেন ২ ও সনি লাইভ Great)
Check Also
ঈদের ধারাবাহিক ‘বিজয়ের গল্প’
নম্র-ভদ্র ছেলে বিজয়কে এলাকার ছোট-বড় সবাই অনেক পছন্দ করে। কিছুদিন পরেই বিজয়ের বিয়ে। শেষ মুহূর্তে …