চট্টগ্রামে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রাম নগরে বসতঘরে লাগা আগুনে পুড়ে হাছিনা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে চান্দগাঁও থানার নজরুল কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।হাছিনা বেগম ওই এলাকার জাকির হোসেনের স্ত্রী।আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালুরঘাট ও লামার বাজার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সদস্যরাই কলোনির একটি বসতঘর থেকে আগুনে পোড়া ওই বৃদ্ধাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আবদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, রোববার বেলা সাড়ে ১১ টার দিকে অগ্নিদগ্ধ ওই বৃদ্ধাকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। awesome)

About admin

Check Also

বাজেট কি বাস্তবসম্মত হলো

বিশ্ব অর্থনীতি একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। কোভিডের ধাক্কা এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে নিত্যপণ্যসহ প্রায় সব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *