ঢাকার ধামরাইয়ে গভীর রাতে এক গৃহবধূর গলায় ছুরি ধরে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেয়েছে। এ ঘটনায় আরশেদ আলী নামে এক মাদকাসক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। কিছুদিন আগে আরশেদ আলী চাচিকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার আমতা ইউনিয়নের বড় জেঠাইল এলাকা থেকে অভিযুক্ত আরশেদ আলীকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে ধামরাই থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আমতা ইউনিয়নের বড় জেঠাইল গ্রামে এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।
এ সময় ধর্ষণচেষ্টায় ব্যর্থ হলে ওই গৃহবধূর সঙ্গে থাকা স্বর্ণালংকার লুট করে নেন আমতা ইউনিয়নের বড় জেঠাইল গ্রামের মৃত মাইনুদ্দিনের ছেলে আরশেদ আলী।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদকাসক্ত আরশেদ আলী বিভিন্ন সময়ে ভুক্তভোগী ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেয়। শুক্রবার রাত আড়াইটার দিকে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হন গৃহবধূ। পরে টয়লেটের পাশে ওতপেতে থাকা আরশেদ আলী ভুক্তভোগীর মুখ আটকিয়ে ধরে কুপ্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হলে অভিযুক্তের হাতে থাকা ছুরি গলায় ধরে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। ধর্ষণে ব্যর্থ হলে গৃহবধূর সঙ্গে থাকা স্বর্ণালংকার লুট করে নেয়। এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
স্থানীয়রা জানান, আরশেদ আলী এলাকার চিহ্নিত এক মাদকাসক্ত। তিনি এলাকায় অসামাজিক কর্মকাণ্ড করেও কোনো বিচারের সম্মুখীন হচ্ছেন না। এ পর্যন্ত ৪-৫টা বিয়ে করেছেন। কিছুদিন পূর্বেও তার চাচিকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন। এছাড়া শুক্রবার রাতে এক গৃহবধূকে অস্ত্রের মুখে ধর্ষণ চেষ্টা করেন।
এ বিষয়ে কাওয়ালিপাড়া বসজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নিউটন মৃধা বলেন, গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
Great)