হালান্ডকে ৫৪ কোটি টাকার চুক্তির প্রস্তাব ম্যান ইউর 

ইংলিশ প্রিমিয়ার লিগে এবারই প্রথম খেলছেন আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির জার্সিতে করছেন একের পর এক রেকর্ড। তবে পাঁচ বছর আগেই তিনি খেলতে পারতেন প্রিমিয়ার লিগে। প্রায় ৫৪ কোটি টাকায় ম্যানচেস্টার ইউনাইটেড তাঁকে নিতে পারত বলে জানিয়েছেন ওলে গুনার শুলশার। ২০১৮ এর ডিসেম্বরে ম্যান ইউর কোচের দায়িত্ব নেন শুলশার। কোচ হওয়ার ছয় মাস আগে হালান্ডের নাম প্রস্তাব করেন তিনি। নরওয়ের এই স্ট্রাইকারকে নিতে ম্যান ইউকে প্রায় ৪ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি ৫৩ কোটি ৫১ লাখ টাকা) কথা বলেছেন। তবে ক্লাব কর্তৃপক্ষ শুলশারের এই কথা শোনেননি। যুক্তরাজ্যের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য সানকে’ দেওয়া সাক্ষাৎকারে ইউনাইটেডের সাবেক এই কোচ বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার প্রায় ছয় মাস আগে ইউনাইটেডকে ফোন দিয়েছিলাম এবং তাদের বলেছিলাম যে আমাদের কাছে এমন এক স্ট্রাইকার আছে কিন্তু তারা শোনেননি। হালান্ডকে নিতে আমি ৪ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি ৫৩ কোটি ৫১ লাখ টাকা) কথা বলেছিলাম। কিন্তু তারা তাকে নেয়নি।’চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে হালান্ড খেলেন ৪৭ ম্যাচ। ৪৭ ম্যাচে করেন ৫১ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৮ গোলে। যার মধ্যে প্রিমিয়ার লিগে করেছেন ৩৫ গোল। যা এক মৌসুমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ। এক মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৪ গোল করে যৌথভাবে দ্বিতীয় অ্যান্ডি কোল ও অ্যালান শিয়ারার। ১৯৯৩-৯৪ মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে কোল। আর ১৯৯৪-৯৫ মৌসুমে ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে শিয়ারার করেছিলেন ৩৪ গোল। awesome)

About admin

Check Also

https://www.ajkerpatrika.com/277196/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0

amazing)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *