সীতাকুণ্ডে আম পাড়াকে কেন্দ্রে দুপক্ষের মারামারি, নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্রে করে দুপক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এতে ফরিদুল আলম (৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার জামাল কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। ফরিদুল আলম ওই এলাকার মকবুল আহমেদের ছেলে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ফৌজারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামিউর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবেশী জাহাঙ্গীর আলমের পরিবারের সঙ্গে ফরিদুল আলমের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গতকাল শুক্রবার বিকেলে বিরোধপূর্ণ জমির গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। সেই ঘটনার জেরে শুক্রবার রাতেই পুনরায় উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনায় ফরিদুল আলম গুরুতর আহত হয় এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’ ফৌজারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামিউর রহমান আরও বলেন, ‘নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা এখনো সঠিকভাবে বলা যাবে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ’ awesome)

About admin

Check Also

https://www.ajkerpatrika.com/277196/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0

amazing)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *