রাজনৈতিক ঝড়ও ধেয়ে আসছে: মির্জা ফখরুল 

প্রাকৃতিক ঝড়ের পাশাপাশি দেশে রাজনৈতিক ঝড়ও ধেয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘ঝড় আসছে। সমুদ্র থেকে উত্তাল তরঙ্গ ধেয়ে আসছে। শুধু প্রাকৃতিক ঝড়ই নয়। আজকে রাজনৈতিক ঝড়ও আসছে। এই রাজনৈতিক ঝড় এ দেশের মানুষের হৃদয় থেকে নিঃসরিত হয়ে সমগ্র মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে।’সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই, যারা সরকারে আছেন, যারা আজকে সরকার চালাচ্ছেন, এখনো সময় আছে। আপনারা মানুষের ভাষা বুঝতে শিখুন। বোঝার চেষ্টা করুন, চোখের ভাষা বোঝার চেষ্টা করুন। আপনারা অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন। এ কথা আমরা বারবার বলেছি, আবারও বলছি-যদি সেফ এক্সিট চান, তাহলে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে সরে যান।’৪৮ বছর পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে ফখরুল বলেন, ‘চলমান আন্দোলনকে দমন করতে নতুন করে আবার ফন্দিফিকির শুরু করেছে। এই সরকারের অধীনে নির্বাচন নয়-জনগণের এই দাবি যখন প্রতিষ্ঠিত হয়েছে, তখন তারা জিয়াউর রহমানের নামে মামলা দিয়েছে।’ এ সময় তিনি সরকারকে স্পষ্ট করে বলেন, ‘কোনো লাভ হবে না। এসব ধানাইপানাই করে, এদিক-ওদিক দিয়ে বল নিয়ে কেরিক্যাটা করে লাভ হবে না। গোল দেওয়া যাবে না। গোল দেবে এবার জনগণ। সেই গোলের জন্য আমরা তৈরি হচ্ছি।’সমাবেশে সরকারের পদত্যাগ দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছি। সব দল আজকে এই বিষয়ে একমত হয়েছে যে, আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। আমরা অবিলম্বে এই সরকারের পদত্যাগ চাই।’প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘ক্ষমতাকে কীভাবে পাকাপোক্ত রাখা যায়, তার জন্য দেন দরবার করতে গিয়েছিলেন। একটা কথাই বারবার উঠে এসেছে যে, আমার দেশে সুষ্ঠু নির্বাচন করব। এ কথা বারবার কেন বলতে হয়? এটা প্রতিষ্ঠিত সত্য-দেশে-বিদেশে সবখানে যে, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না।’ এ অবস্থায় নির্বাচন রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।মির্জা ফখরুল বলেন, ‘আমরা নির্বাচন চাই। আমরা, বিএনপি বারবার নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছি। আমরা সত্যিকার অর্থে জনগণের ভোটে একটা নির্বাচনের মধ্য দিয়ে সরকার পেতে চাই।’‘কত আর দমন করতে চান?’ –সরকারকে এমন প্রশ্ন রেখে ফখরুল বলেন, ‘কোনো সভ্য গণতান্ত্রিক দেশ দেখেছেন, যেখানে বিরোধী দলের ৩৯ লাখ লোকের বিরুদ্ধে মামলা? কোথাও পাবেন না। একমাত্র বাংলাদেশেই পাবেন।’ সমাবেশের শুরুতে বিএনপির মহাসচিব আরও বলেন, এই দেশে হাইকোর্ট জামিন দেয়। আর নিম্ন আদালত সেই জামিন বাতিল করে কারাগারে পাঠায়। এই দেশে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে, পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তার প্রতিবাদে আজকের এই সভা। এই যে গায়েবি মিথ্যা মামলা হচ্ছে-তার প্রতিবাদে আজকের এই সমাবেশ। ফখরুল বলেন, এই সরকার শুধুমাত্র দুর্নীতির মাধ্যমে নিজেদের সম্পদকে বৃদ্ধি করছে, বিদেশে টাকা পাঠাচ্ছে। আর এই দেশের সাধারণ মানুষের জন্য তারা কোন কিছুতো করছেই না, উপরন্তু তাদের পকেট থেকে টাকা কেটে নিচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায় এবং গায়েবি মামলা, নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এ সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন ফখরুল। ঘোষণা অনুযায়ী সারা দেশের ৮৩টি সাংগঠনিক জেলা ও মহানগরে জনসমাবেশ করবে দলটি। আগামী ১৯,২০, ২৬ ও ২৭ মে এসব কর্মসূচি পালিত হবে। ১৯ মে ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলা ও মহানগর, ২০ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগর, ২৬ মে ঢাকা মহানগর উত্তরসহ ১৯ জেলা ও মহানগর এবং ২৭ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ১৫ জেলা ও মহানগরে এ-ই কর্মসূচি পালিত হবে। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন। বিএনপির সমাবেশকে ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। সমাবেশের কারণে নাইটাঙ্গেল মোড় থেকে ফকিরপুল পর্যন্ত দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ থাকে। awesome)

About admin

Check Also

https://www.ajkerpatrika.com/277196/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0

amazing)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *