বিদেশি মদের চালানসহ কাজল মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার উওর বড়দল ইউনিয়নের ব্রক্ষণগাঁও সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কাজল উপজেলার মাহারাম (বড়গোপ) টিলার মৃত হবি রহমানের ছেলে শনিবার সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়াসেল এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করে।
মিডিয়া সেল জানায়,তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মাদক ও চোরাচালান প্রতিরাধে বিশেষ অভিযান চলাকালে শুক্রবার রাতে উপজেলার ব্রাক্ষণগাঁও সড়ক থেকে কাজলকে গ্রেফতার করা হয়। ওই সময় কাজলের সাথে থাকা অপর এক সহযোগি কৌশলে পালিয়ে যায়।এরপর জনসম্মুখে কাজলের হেফাজত থেকে বিভিন্ন ব্রান্ডের ৬৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
amazing)