পাবজি আসক্ত, নিজের শাট দিয়ে যে কাণ্ড ঘটাল স্কুলছাত্র

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গলায় ফাঁস দিয়ে স্বপ্নীল সরকার রিকি (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বটবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্বপ্নীল সরকার রিকি বটবাড়ি গ্রামের মিল্টন সরকারের ছেলে এবং ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পরিবার সূত্র জানায়, স্বপ্নীল সরকার রিকি মোবাইলে পাবজি গেমে আসক্ত ছিল। এ আসক্তের ফলে এ কাণ্ড ঘটিয়েছে স্বপ্নীল।

স্বপ্নীলের বাবা মিল্টন সরকার জানিয়েছেন, আমার ছেলে স্বপ্নীল সরকার রিকি প্রতিদিন সন্ধ্যার পর বাড়ির পাশের ঘেরপাড় গিয়ে মোবাইলে পাবজি গেম খেলত। ঘটনার দিনও সে ঘেরপাড়ে পাবজি খেলতে গিয়েছিল। পরে রাতে বাড়ি ফিরে না আসায় সকালে আমরা ঘেরপাড় গিয়ে কাঁঠালগাছের সঙ্গে নিজের পরিহিত শার্ট দিয়ে গলায় ফাঁস অবস্থায় দেখতে পাই।
কোটালীপাড়া থানার এসআই সুশান্ত কুমার খান বলেন, স্বপ্নীল সরকার রিকির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

amazing)

About admin

Check Also

ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নিয়ে যে হুশিয়ারি দিল রাশিয়া

ইউক্রেন যদি ন্যাটো জোটের সদস্য হয় তাহলে বিষয়টি আগামী কয়েক বছর সমস্যা তৈরি করবে বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *