নরসিংদীতে নদীতে গোসল করতে গিয়ে কিশোর নিখোঁজ

নরসিংদীতে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে ইমন মিয়া (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। আজ শনিবার বেলা ১টার দিকে মাধবদী থানার ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার কাজ চালালে তার সন্ধান পাইনি ডুবুরি দল। আগামীকাল রোববার সকাল থেকে আবারও উদ্ধার কাজ চলবে বলে জানায় পুলিশ। কিশোর নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ভঙ্গারচর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘এই ঘটনায় আব্দুল্লাহ (১৬) ও সিয়াম (১৫) নামের দুই কিশোরকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় লোকজন।’ ইমন মাধবদী পৌর এলাকার উত্তর বিরামপুরের বাসিন্দা মো. কামাল মিয়ার ছেলে। পরিদর্শক তরিকুল ও স্থানীয় লোকজন জানান, মাধবদীর তিন কিশোর নৌকায় করে ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় ঘুরতে যায়। এ সময় তারা নৌকা থামিয়ে নদীতে গোসলের উদ্দেশ্যে নামে। সাঁতার না জানা থাকলে নদীতে না নামার জন্য তাঁদেরকে নিষেধ করেন প্রত্যক্ষদর্শীরা। এরপরও তারা নদীতে নামে এবং তলিয়ে যেতে থাকে। তিন কিশোরকে ডুবে যেতে দেখে এক নৌকার মাঝি একটি ফুটবল ছুড়ে মারলে সেটি ধরে ভেসে থাকে আব্দুল্লাহ ও সিয়াম। নদীর স্রোতে তলিয়ে যায় ইমন। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিস ও ঢাকা থেকে আসা ছয় সদস্যের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায়। অন্ধকার হয়ে আসায় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ইমনের খোঁজ চালায়। আগামীকাল সকাল থেকে আবার উদ্ধার অভিযান চালানো হবে বলে জানান পরিদর্শক তরিকুল। awesome)

About admin

Check Also

আটকে গেছে বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার

বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার অর্থ আটকা পড়েছে। বাংলাদেশি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *