তেলেঙ্গানায় বিজেপির জনসভায় যোগ দিতে পারেন ‘দ্য কেরালা স্টোরি’র কলাকুশলীরা

সম্প্রতি মুক্তি পাওয়া ভারতের আলোচিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে উত্তাপ ছড়িয়েছে ভারতের রাজনৈতিক অঙ্গনে। বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর পর এই সিনেমাটি নিয়ে ভারতের রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থান নিয়েছে। আপত্তি জানিয়েছিল কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজায়ন। সিনেমাটির মাধ্যমে কেরালার ধর্মনিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে, এমনই অভিযোগ তাঁর। তবে শুধু সিপিআইএম নয়, সিনেমাটির মুক্তির পর থেকেই নিষেধাজ্ঞা চেয়ে সরব কংগ্রেসও। তবে এত বিতর্কের মধ্যও সিনেমাটির সমর্থন দিয়ে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান জানিয়েছে আগামীকাল রোববার তেলেঙ্গানা রাজ্যের করিমনগরে বিজেপির নেতৃত্বে আয়োজিত হিন্দু একতা জনসভায় অংশ নেবেন ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার কলাকুশলীরা। রাজ্য বিজেপি প্রধান সঞ্জয় কুমার গত বৃহস্পতিবার জানিয়েছিলেন, তিনি হিন্দু একতা যাত্রায় দ্য কেরালা স্টোরি সিনেমার কলাকুশলীদের আপ্যায়ন করার জন্য উন্মুখ হয়ে আছেন। সম্প্রতি তিনি দ্য কেরালা স্টোরিতে অভিনয় করা আদা শর্মাকে টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।এদিকে গত ৭ মে ভারতের হায়দরাবাদে সিনেমাটি দেখে সঞ্জয় জানিয়েছিলেন, এই জাতীয় আরও সিনেমা তৈরি করতে উৎসাহিত করবেন তিনি। এ ছাড়া রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কর ছাড় দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। বলা হচ্ছিল, কেরালায় ৩২ হাজার নারীকে ধর্মান্তরিত করা এবং তাদের আইএসআইএসে যোগ দেওয়ার গল্প রয়েছে এই সিনেমায়। তবে গত সপ্তাহে ট্রেলারের প্রোমোটি পরিবর্তন করে বলা হয়—‘কেরালার বিভিন্ন অঞ্চলের তিন তরুণীর সত্য গল্প’। এরপর আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় তামিলনাড়ুর মাল্টিপ্লেক্সগুলোতে বন্ধ হয়ে যায় সিনেমাটির প্রদর্শন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছিল সিনেমাটির প্রদর্শন ঘিরে বিক্ষোভের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর আগে সিনেমার মুক্তি ঘিরে তামিলনাড়ুতে গোয়েন্দারা সতর্কবার্তা দিয়েছিলেন।বিশৃঙ্খলা সৃষ্টির শঙ্কায় বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ কে গত সোমবার নিষিদ্ধ করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিকৃত তথ্য দিয়ে সিনেমা তৈরি হচ্ছে। একটি সম্প্রদায়কে নিয়ে সিনেমা হয়েছে। বাংলাতেও বেঙ্গল ফাইলস তৈরি করতে চাইছে একটি মহল।’গত ৫ মে হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি, বিজয় কৃষ্ণ, প্রণয় পাচৌরি, প্রণব মিশ্র প্রমুখ। বিতর্কের মধ্যেও বক্স অফিসে বেশ ভালো অবস্থানে রয়েছে সুদীপ্ত সেন পরিচালিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। ভারতের কেরালা ও পশ্চিমবঙ্গে নিষিদ্ধের পরেও অন্য রাজ্যে বেশ ভালোই চলছে সিনেমাটি। Great)

About admin

Check Also

আটকে গেছে বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার

বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার অর্থ আটকা পড়েছে। বাংলাদেশি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *