গাড়িতে তোলার সময় রডের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

রপ্তানির জন্য লোহার রড গাড়িতে তোলার সময় চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নানাখী এলাকার মুনতাহা স্টিল মিলে শনিবার সকালে নিহত শ্রমিকের নাম শাকিল (২৬)।সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ শনিবার বিকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন।

নিহত শাকিলের বাড়ি রাজধানী ঢাকার কেরানীগঞ্জে। তার বাবার নাম দ্বীন ইসলাম। শাকিল সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকার মুনতাহা স্টিল মিলের ভেতরে কোয়ার্টারে বসবাস করতেন।

কারখানাটির তত্ত্বাবধায়ক (সুপারভাইজার) মো. শাহীন জানান, শনিবার সকালে দুজন শ্রমিক কারখানার তৈরি লোহার রড রপ্তানি করার জন্য গাড়িতে তুলছিলেন। রড গাড়িতে তোলার সময় শাকিলের গায়ের ওপর পড়ে যায়।

শাকিলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ বলেন, খবর পেয়ে কারখানাটিতে পুলিশ পাঠানো হয়েছে। বিষযটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

awesome)

About admin

Check Also

যমুনা টেলিভিশনের প্রতিনিধির ওপর হামলা, যুবলীগ নেতার বিরুদ্ধে চার্জশিট

সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশ করায় যমুনা টেলিভিশনের প্রতিবেদক আমিনুল ইসলামকে মারধরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *