গরু চুরি করে পালানোর সময় নিহত ১

জামালপুরের মাদারগঞ্জে গরু চুরি করে পালানোর সময় চলন্ত ট্রাক থেকে লাফিয়ে পড়ে মোশাররফ (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গবিনদাসী গ্রামের আকুব আলীর ছেলে।

এ সময় মুকুল নামে অপর একজনকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। মুকুল রাজশাহীর তানোর উপজেলার নবনব গ্রামের জব্বার আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার করইচড়া ইউনিয়নের মহিষবাথান গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইসকান্দার আলীর গরুর খামার থেকে চোরেরা ট্রাকে করে গরু চুরির সময় এলাকাবাসী টের পায়।

চোরেরা ট্রাকে উঠে পালিয়ে যেতে চেষ্টা করলে লোকজন ধাওয়া দেয়। এ সময় মোশারফ চলন্ত ট্রাক থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ গরু চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে।

শনিবার বিকালে মাদারগঞ্জ থানার এসআই জিন্নাহ্ জানান, এ ঘটনায় মাদারগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

amazing)

About admin

Check Also

বৃষ্টিতে পণ্ড, সোমবার রিজার্ভ ডেতে অনুষ্ঠিত হবে আইপিএল ফাইনাল

রোবাবার রাতে আহমেদাবাদের বৃষ্টি ক্রিকেট ভক্তদের হৃদয়ে রীতিমতো তীরের মতোই বিঁধেছে। কারণ এই বেরসিক বৃষ্টিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *