ইসির নোটিশের জবাবে যা লিখলেন সাবেক মেয়র জাহাঙ্গীরের মা 

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে টেবিলঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন নির্বাচন কমিশনের (ইসি) কাছে আচরণবিধি ভঙ্গের নোটিশেরজবাব দিয়েছেন।

শুক্রবার বিকালে গাজিপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার নিকট জায়েদা খাতুনের লিখিত জবাব দেন তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর।

এর আগে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জায়েদা খাতুনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়।

লিখিত জবাবে জায়েদা খাতুন বলেন, আচরণবিধি ভঙ্গের নোটিশ পাওয়ার পর জেনেছি, আমার নির্বাচনী প্রচারণায় প্রকাশিত ছবি, পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিলে আমার ছবির সঙ্গে আমার ছেলে জাহাঙ্গীর আলমের ছবি ব্যবহার করা হয়েছে। বিষয়টি আমার জানা ছিল না।

তিনি আরও উল্লেখ করেন, প্রকৃতপক্ষে আমার নির্বাচনী পোস্টার, লিফলেট হ্যান্ডবিল প্রিন্টিং কারখানায় ছাপাতে দেওয়া হয়েছে। সেগুলো হাতে পাওয়ার আগেই কিছু অতি উৎসাহী ব্যক্তি, স্বার্থান্বেষী মহল তা বিভিন্ন স্থানে প্রদর্শন করেছেন।তাদের অনুরোধ করব, দ্রুত এসব ছবি, পোস্টার, হ্যান্ডবিল সরিয়ে নিতে।বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।

ভবিষ্যতে আরও বেশি সতর্ক থেকে সিটি কর্পোরেশন নির্বাচন আইন মেনে চলবেন বলে উল্লেখ করেন জায়েদা খাতুন।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেন বলেন,স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের লিখিত জবাব পেয়েছি।

awesome)

About admin

Check Also

জন্মদিনে সোনাক্ষীকে প্রেম নিবেদন!

সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রী সোনাক্ষী সিন্হার ‘দাহাড়’ সিরিজ়টি। ইতিমধ্যেই এই সিরিজ়ে তার অভিনয়ের প্রশংসা করছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *