আ স ম রবকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

হাসপাতালে চিকিৎসাধীন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন আ স ম রবকে দেখতে যান বিএনপি মহাসচিব। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।

পরে উপস্থিত সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, এ দেশের জন্য আবদুর রব লড়াই-সংগ্রাম করেছেন। এত বয়স হওয়া সত্ত্বেও এখনো তিনি দেশের জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছেন।

তিনি বলেন, আমরা যুগপৎ আন্দোলন করছি। আশা করি, তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। আন্দোলনে নেতৃত্ব দেবেন, আমাদের সহযোগিতা করবেন, বাংলাদেশের মানুষকে মুক্ত হতে সাহায্য করবেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য শায়রুল কবির খান। এ ছাড়া মিসেস তানিয়া রব উপস্থিত ছিলেন।

awesome)

About admin

Check Also

চট্টগ্রাম থেকে অপহৃত যুবক মিয়ানমারে উদ্ধার

চট্টগ্রাম থেকে অপহরণ হওয়া এক যুবককে ১৫ দিন পর মিয়ানমার থেকে উদ্ধার করেছে পুলিশ। তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *