লঙ্কানদের কাছে সিরিজ হার জ্যোতি-জাহানারাদের

শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে পরের দুই ম্যাচে আশানুরূপ পারফর্ম করতে পারেনি বাংলাদেশ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে লঙ্কানদের কাছে ৪৪ রানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওভারের চতুর্থ বলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন রুবিয়া হায়দার। সুগন্দিকা কুমারির বলে রুবিয়া বোল্ড হয়ে ফিরলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৩ রান। এরপর উইকেটে আসেন সোবহানা মোস্তারি। সোবহানা আক্রমণাত্মক খেললেও ওপেনার ফারজানা হক খেলেন ধীর গতিতে। ২০ বলে ১০ রান করা ফারজানার উইকেট নেন কাওয়াইয়া কাভিন্দি। ভেঙে যায় দ্বিতীয় উইকেটে সোবহানা-ফারজানার ২৯ রানের জুটি। ফারজানার পর দ্রুত বিদায় নেন সোবহানা। ২৫ বলে ৩০ রান করা সোবহানার উইকেট নেন আইনোকা রনবীরা। ৯.৩ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৫০ রান। এরপর ব্যাটিং করতে আসেন মুর্শিদা খাতুন। জ্যোতি-মুর্শিদা চতুর্থ উইকেটে গড়েন ৩৩ রানের জুটি। ৩৩ বলে ৩১ রান করা জ্যোতিকে বোল্ড করেন কাভিন্দি। বাংলাদেশ অধিনায়কের বিদায়ের পর মুর্শিদাও দ্রুত আউট হয়েছেন। ১৬.১ ওভারে ৮৭ রানে ৫ উইকেট পড়া সফরকারীরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রানে আটকে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৩১ রান করেন জ্যোতি। আর লঙ্কান বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন উদেশিকা প্রবোধনি, কাভিন্দি ও রনবীরা। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ২০ ওভারে ৩ উইকেটে ১৫৮ রান করে লঙ্কানরা। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৫৮ রান করে লঙ্কানরা। বাংলাদেশের বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন রাবেয়া খান, নাহিদা আকতার ও ফাহিমা খাতুন। স্বাগতিকদের দেওয়া ১৫৯ এর লক্ষ্যে ব্যাটিং করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১.৪ ওভারে ১ উইকেটে ৩ রান করে সফরকারীরা। amazing)

About admin

Check Also

হেফাজতের সিনিয়র নায়েবে আমির আল্লামা ইয়াহইয়া মারা গেছেন 

হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *