রাজধানীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

রাজধানীর শনির আখড়ায় পুকুরের পানিতে ডুবে আলমগীর হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে একটি ওয়ার্কশপের দোকানে কাজ করত। আজ শুক্রবার দুপুর ১টার দিকে কদমতলী শনিরআখড়ার ৬ নম্বর রোডের একটি পুকুরের পানিতে গোসল করতে নেমে ডুবে যায় সে। অচেতন অবস্থায় তার সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।হাসপাতালে আলমগীরের সহকর্মী মো. লালন বলেন, আলমগীর থাকে শনিরআখড়া পাটেরবাগ এলাকায়। সেখানে একটি ওয়ার্কশপে কাজ করে তারা। তারা কয়েক সহকর্মী দুপুরে শনিরআখড়া ৬ নম্বর রোডে একটি পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় পানিতে ডুবে যায় আলমগীর। পরে পানি থেকে তুলে অচেতন অবস্থায় আলমগীরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।আলমগীরের মামাতো ভাই মো. হৃদয় মিয়া বলেন, আলমগীর প্রায়ই ওই পুকুরে গোসল করতে যেত। তবে সে সাঁতার জানত না। আজকে সহকর্মীদের সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। তাদের বাড়ি ফরিদপুর জেলায়। আলমগীরের বাবার নাম মৃত নুর ইসলাম। দুই ভাই এক বোনের মধ্যে আলমগীর ছিল সবার ছোট।ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শনিড়আখড়ায় পুকুরের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় ওই কিশোর। পরে সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। Great)

About admin

Check Also

৫২ শতাংশ পেয়ে এগিয়ে এরদোয়ান

দ্বিতীয় দফার নির্বাচনের ভোট গণনায় এগিয়ে আছেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *