‘যে কোনো উপায়ে সন্তানকে মানুষ করুন, অভাব থাকবে না’ 

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র বিশিস্ট ব্যবসায়ী মোহাম্মদ মনজুর আলম বলেছেন, ‘মানুষ সবাই এক আল্লাহর সৃষ্টি। কেউ জন্মসূত্রে গরিব, কেউবা স্বভাবগত কারণে গরিব।’ আজ শুক্রবার বাদ জুমা আলহাজ হোছনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে নগরীর এইচএম ভবনে ভিক্ষুকদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘ভিক্ষা করে জীবন চলে না। চালানো যায় না। যে কোনো উপায়ে আপনার সন্তানকে উপযুক্ত মানুষ করুন, দেখবেন অভাব থাকবে না।ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মোহাম্মদ নিজানুল আলম, মো. সরোয়ার আলম, মো. ফারুক আজম, মো. সাহিদুল আলম, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, সৈয়দ মো. আবেদ আবদুল্লাহ মনজুর আলম, আয়ান আবদুল্লাহ মনজুর আলম, সোয়াম আবদুল্লাহ মনজুর আলম, নায়েফ আবদুল্লাহ মনজুর আলম প্রমুখ।পরে মোনাজাত পরিচালনা করেন হজরত তৈয়্যব শাহ (রা.) জামে মসজিদের খতিব সৈয়দ মোহাম্মদ ইউনুস রজভী। awesome)

About admin

Check Also

বিদেশে উচ্চশিক্ষা: মুসতানসিরিয়াহ ইউনিভার্সিটি স্কলারশিপ

উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ইরাকের মুসতানসিরিয়াহ ইউনিভার্সিটি। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন ও ইরাকের দ্বিতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *