দ্বিতীয় ওয়ানডের প্রস্তুতি নিয়ে যা বললেন পেসার শরিফুল

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। শঙ্কা রয়েছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ মাঠে গড়ানো নিয়েও। কেননা আজও রয়েছে বৃষ্টির শঙ্কা।

শুক্রবার বিকাল ৩টা ৪৫ মিনিটে চেমসফোর্ডে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামার আগে অবশ্য বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পেসার শরিফুল ইসলাম। ম্যাচের পরিকল্পনা নিয়ে এই পেসার বলেন, ‘অবশ্যই আমরা জয়ের জন্যই নামব। অন্য কোনো পরিকল্পনা নেই। বেসিকটাই আমরা যেন জয়টা চিনিয়ে আনতে পারি।’

ইংল্যান্ডের কন্ডিশনে আসলে পেসারদের জন্য কতটা সহায়ক। এমন প্রশ্নের জবাবে শরিফুল বলেন, ‘আসলে সব ফাস্ট বোলারই চায় এ রকম কন্ডিশনে খেলতে, বল করতে। আমাদের কাছে ভালোই লাগছে বোলিং করতে।’

পেস সহায়ক উইকেট যেহেতু সে কারণে নতুন বলে আসলে কেমন সুবিধা পাচ্ছেন শরিফুল বলছিলেন, ‘গত ম্যাচে আমরা নতুন বলেই বোলিং করেছি। পুরনো হওয়ার আগেই বৃষ্টি হয়েছিল। ভালোই সুইং পাওয়া যাচ্ছিল, এক্সট্রা বাউন্স ছিল, মুভমেন্ট ছিল ভালো।’

ধারণা করা হচ্ছে, প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও একই একাদশ নিয়ে নামবে বাংলাদেশ দল। সে ক্ষেত্রে এই ম্যাচেও একাদশে না দেখার সম্ভাবনা বেশি ইয়াসির রাব্বির জন্য।

বাংলাদেশ দলেন সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

awesome)

About admin

Check Also

ছাদে নিয়ে প্রবাসীর মেয়েকে ধর্ষণ, মৃত্যুর আগে জানাল ধর্ষকের নাম

প্রবাসীর ১০ বছরের একটি শিশুকে টিকটকের নামে ছাদে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। মৃত্যুর পূর্ব মুহূর্তে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *