দেশের আট বিভাগেই বৃষ্টির আভাস, কমে আসবে তাপপ্রবাহ

দেশের আট বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কমে আসতে পারে। আজ শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক আজকের পত্রিকাকে জানান, ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বাড়তে পারে। এ ছাড়া গত কয়েক দিন ধরে তীব্র গরম অনেকটা প্রশমিত হয়ে আসবে। এদিকে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ বৃষ্টিপাত ৫৩ মিলিমিটার রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে। বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, শ্রীমঙ্গল, সন্দ্বীপ, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও হাতিয়া অঞ্চলসহ ঢাকা, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল বগুড়ায়। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। amazing)

About admin

Check Also

বাজেট কি বাস্তবসম্মত হলো

বিশ্ব অর্থনীতি একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। কোভিডের ধাক্কা এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে নিত্যপণ্যসহ প্রায় সব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *