বৃষ্টিতে দ্বিতীয় ওয়ানডে দেরিতে শুরু হলেও বাংলাদেশের সূচনাটা হয়েছে দুর্দান্ত। টস জিতে তামিম ইকবালের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে শুরুর ওভারেই যথার্থ প্রমাণ করেন হাসান মাহমুদ। ইনিংসের পঞ্চম বলে পল স্টারর্লিংকে শূন্য রানে ফেরান হাসান। আয়ারল্যান্ডের দলীয় ১৬ রানের মাথায় আবার আঘাত হানেন বাংলাদেশের উদীয়মান পেসার। এবার আরেক ওপেনার স্টিফেন ডোহানিকে ব্যক্তিগত ১২ রানে ফেরান তিনি। তাঁর জোড়া আঘাতের পর অবশ্য ভালোই খেলতে থাকে আইরিশরা। তৃতীয় উইকেটে অ্যান্ড্রু বালবির্নিকে নিয়ে ৯৮ রানের জুটি গড়েন হ্যারি ট্যাক্টর। অধিনায়ক বালবির্নিকে ৪২ রানে ফিরিয়ে জুটিটি ভাঙেন শরিফুল ইসলাম। অধিনায়ককে ফেরানোর পর লোরকান টাকারকেও দ্রুত ফেরান বাঁ হাতি পেসার। দুই পেসারের জোড়া আঘাতের পর বাংলাদেশকে পঞ্চম উইকেট এনে দিয়েছেন তাইজুল ইসলাম। অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফারকে ৮ রানে আউট করেছেন এই স্পিনার। তবে সতীর্থদের আসা-যাওয়ার মাঝে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন ট্যাক্টর। এটি বাংলাদেশের বিপক্ষে প্রথম সেঞ্চুরি তাঁর। ৯৩ বলে সেঞ্চুরি করে এখনো অপরাজিত আছেন তিনি। ইনিংসটি সাজিয়েছেন সমান ৬টি করে চার ও ছক্কায়। তাঁর সঙ্গে ১৭ রানে মাঠে আছেন জর্জ ডকরেল। প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ তম ওভার শেষে ৫ উইকেটে ১৯৬ রান করেছে আইরিশরা। awesome)
Check Also
ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
বগুড়ার রাণীনগর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে কায়েসের সরদার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু …