২৫ বছর পর পরিচালনায় জনি ডেপ, অভিনয় করছেন আল পাচিনো

ইতালির বিশ্বখ্যাত চিত্রকর আমেদেও মোদিগ্লিয়ানির জীবনের নানান উল্লেখযোগ্য ঘটনা নিয়ে সিনেমা তৈরি করছেন হলিউড অভিনেতা জনি ডেপ। এবার জানা গেল ‘মোদি’ শিরোনামের সিনেমাটি অভিনয় করবেন আল পাচিনো। ফরাসি চিত্রকর মরিস উট্রিলোর চরিত্রে দেখা যাবে তাঁকে। হলিউড রিপোর্ট জানিয়েছে চিত্রকর আমেদেও মোদিগ্লিয়ানির জীবনের ব্যর্থতা-হতাশা এবং সংকট জয়ের গল্প নিয়েই সিনেমাটি নির্মিত হবে। ‘মোদি’ নির্মাণের মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর সিনেমা পরিচালনায় ফিরছেন জনি ডেপ।আল পাচিনো ছাড়াও সিনেমাটি আরও অভিনয় করবেন–রিচার্দো স্ক্যামারসিও এবং পিয়েরে নিনে। ডেনিস ম্যাকইনটায়ারের নাটক ‘মোদিগ্লিয়ানি’ অবলম্বনে তৈরি করা হচ্ছে সিনেমাটি। এর গল্প লিখেছেন চিত্রনাট্যকার জের্জি ও মেরি ক্রোমোলস্কি। ৪৮ ঘণ্টার ঘটনা নিয়ে তৈরি করা হচ্ছে সিনেমাটি। পুলিশের কাছ থেকে পালানোর সময় মোদিগ্লিয়ানির ইচ্ছা হয় তাঁর ক্যারিয়ার শেষ করে দেওয়ার এবং ভবঘুরে ফরাসি চিত্রকর মরিস উট্রিলো, বেলারুশিয়ান বংশোদ্ভূত চেইম সাউটিন এবং প্রেমিকা বিট্রিস হেস্টিংস-এর সঙ্গে শহর ছেড়ে পালিয়ে যাওয়ার। মোদিগ্লিয়ানি তাঁর পোলিশ আর্ট ডিলার ও বন্ধু লিওপোল্ডের কাছে যান পরামর্শ নিতে। বিশৃঙ্খলা চরমে পৌঁছে যায় যখন তিনি একজন চিত্র সংগ্রাহকের মুখোমুখি হন যিনি তাঁর জীবন পরিবর্তন করতে পারেন।সিনেমাটির শুটিং শুরু হবে চলতি বছরের মাঝামাঝি সময়ে বুদাপেস্টে। ডেপের ইউরোপিয়ান প্রোডাকশন কোম্পানি এবং প্রযোজক ব্যারি নাভিদি ছবিটির প্রযোজনার দায়িত্বে থাকছে। Great)

About admin

Check Also

https://www.ajkerpatrika.com/276568/%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9B%E0%A6%AC%E0%A6%BF-%E0%A7%A6%E0%A7%A9-%E0%A6%9C%E0%A7%81%E0%A6%A8-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%A9

amazing)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *