স্বামীর বাড়িতে আসতে নারাজ স্ত্রী, যে কাণ্ড করলেন যুবক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্ত্রী বাবার বাড়ি থেকে ফিরে আসতে অস্বীকার করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক।

বুধবার পৌনে ৯টার দিকে উপজেলার বিরাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।

নিহত আলমাস মাহমুদ (২৪) উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের দক্ষিণ আফ্রিকা প্রবাসী আমিনুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদ জন্ম থেকে দৃষ্টিপ্রতিবন্ধী ছিল। এ নিয়ে সবসময় মানসিকভাবে চিন্তিত থাকত। গত চার মাস আগে জেলার সোনাইমুড়ী উপজেলায় পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয় মাহমুদের। বিয়ের পর সে আরও বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ে।

গত ১৪ দিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিল। বুধবার বিকাল হঠাৎ মাহমুদ তার মাকে জিজ্ঞেস করে, তার স্ত্রী বাড়িতে কবে আসবে। তার মা তাকে জানায় বউমা আসতে রাজি নয়। এ কথা শোনার পর বিকাল সাড়ে ৪টার দিকে সে শয়নকক্ষে দরজা খোলা রেখে ফ্যানের সঙ্গে প্যান্টের কাপড়ের বেল্ট পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্ত্রী স্বামীর বাড়িতে আসতে রাজি হয়েছিল; কিন্তু তার আগেই স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ফেলেছে।

কোম্পানীগঞ্জ থানার এসআই এম আশরাফুল ইসলাম বলেন, মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Great)

About admin

Check Also

ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ২৩৩

ভারতের উড়িষ্যায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে কলকাতার হাওড়া ও চেন্নাইগামী ট্রেন করমণ্ডল এক্সপ্রেস। এতে নিহতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *