স্কুল থেকে ফেরার পথে ছাত্রীর ২ পা পিষে দিল কাভার্ড ভ্যান

বগুড়া শাজাহানপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় এক ছাত্রীর দুই পা বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গেছে। স্কুলছাত্রী মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে সেনানিবাসের ভেতরে তার বাসার দিকে যাচ্ছিল। বর্তমানে সে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে রহিমাবাদ সি-ব্লক এলাকায় এমপি চেকপোস্টের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই শিক্ষার্থীর নাম জান্নাতি। সে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। সেনানিবাসের ৪০ বেঙ্গলে কর্মরত সার্জেন্ট লতিফের একমাত্র সন্তান জান্নাতি। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে জানান, মহাসড়কের লেনগুলোর ভেতরে বৃষ্টির পানি জমে রয়েছে। তাই মহাসড়ক পার হওয়ার সময় এক লেন থেকে আরেক লেনে লাফিয়ে পার হতে হয়। ওই স্কুলছাত্রী প্রথম লেন থেকে দ্বিতীয় লেনে পার হচ্ছিল। এমন সময় বগুড়ার দিক থেকে ঢাকার দিকে চলা দ্রুতগতির কাভার্ড ভ্যান মেয়েটির পা পিষে দিয়ে একই গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ভ্যানটিকে ধাওয়া করেন এবং পুলিশের সহায়তায় সেটি আটক করেন। পরে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠান স্থানীয়রা। তখন মেয়েটির শরীরের সঙ্গে শুধু পায়ের চামড়া লেগে ছিল। হাসপাতালে ওই শিক্ষার্থীকে দেখে এসে জেসমিন আকতার নামে সেনাসদস্যের স্ত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘জান্নাতির দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। তার অবস্থা আশঙ্কাজনক। জান্নাতি তার মা-বাবার একমাত্র সন্তান।’ আহত জান্নাতির সহপাঠী নাজমুস সাকিব সিয়াম আজকের পত্রিকাকে জানায়, ‘বৃষ্টি হচ্ছিল, তাই স্কুল থেকে আমরা দেরিতে বের হয়েছিলাম। আমরা সবাই বাড়িতে পৌঁছালাম। কিন্তু অস্বাভাবিক গতির কাভার্ড ভ্যান জান্নাতির ক্ষতিটা করে দিল।’  এ বিষয়ে বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েটি এখনো জীবিত আছে। বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। কাভার্ড ভ্যান সি-ব্লক এমপি চেকপোস্টের সামনে রাখা হয়েছে।’ amazing)

About admin

Check Also

আটকে গেছে বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার

বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার অর্থ আটকা পড়েছে। বাংলাদেশি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *